দুই সন্তানের মুখে স্কচটেপ পেঁচিয়ে রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনায় গ্রেফতার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতকারী বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আফনান সুমী এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। খুনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটে।
ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের বয়স যথাক্রমে তিন বছর ও ১০ মাস।
পুলিশ জানিয়েছে, বাপ্পীর সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরও গ্রেফতার করা হবে।