বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আজ বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের কর্মসূচিতে অংশ নিয়ে লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরোয়ানার বিষয়টি ইশরাক হাসান নিজেও জানেন। তাকে আজই আদালতে নেওয়া হবে।
প্রসঙ্গত, সকাল থেকে রাজধানীর মতিঝিল এলাকায় নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথচারী, ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। শাপলা চত্বর এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে মতিঝিল থানায় নিয়ে আসেন।