সিলেটে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অস্ত্র নিয়ে প্রবেশের দায়ে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম কিবরিয়া। রায় প্রদানের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর আসামি স্টিলের বাটযুক্ত ৯ ইঞ্চি একটি ছোরা নিয়ে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন। আর্চওয়েতে নিরাপত্তা তল্লাশীকালে আসামীর হেফাজত থেকে উক্ত ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পরেও এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় উপরোক্ত সাজা দেন। রায় ঘোষণার পর আসামীকে সাজা পরোয়ানা মূলে জেল-হাজতে প্রেরণ করা হয়।