ভুয়া নিয়োগপত্র: রিট করে ফাঁসলেন ৩৪ আবেদনকারী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

একদিনে ১৪৯৮ রুল নিষ্পত্তি করে হাইকোর্ট বেঞ্চের রেকর্ড

মাত্র এক কার্যদিবসে ১৪৯৮ রুল নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিন সংক্রান্ত এসব রুল নিষ্পত্তি করেন আদালত।

আজ বুধবার (২০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এসব রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

রায়ের আগে আদালত বলেন, ১৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।

আদালত সূত্র জানা যায়, ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘ দিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে ১৫০১টি মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। বুধবারের কার্যতালিকায় (কজ লিস্টে) থাকা এসব মামলা একদিনেই নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেছে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ।