আইনজীবীদের জন্য বই-পুস্তক ক্রয় করতে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সারাদেশের ৬৪টি জেলা আইনজীবী সমিতির অনুকূলে এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থ সমিতির অনুকূলে দেওয়ার জন্য আজ রোববার (২২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর প্রেরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শামসুদ্দীন মাসুম স্বাক্ষরিত পত্রে বলা হয়, চলতি অর্থ বছরে আইন ও বিচার বিভাগের বই-পুস্তক বাবদ মঞ্জুরি খাতে বরাদ্দকৃত অর্থ হতে জেলা সমিতির অনুকূলে বর্ণিত শর্তে বরাদ্দ প্রদান করা হল।
কোন সমিতি কত টাকা পেল জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বরাদ্দকৃত অর্থ জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস/ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তার অফিস থেকে সংশ্লিষ্ট জেলা জ্জ কর্তৃক প্রতিস্বাক্ষর বিলের মাধ্যমে উত্তোলন করবেন।