মেহেরপুরে আদালত প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এক আসামি কোর্ট পুলিশের ওপর হামলা করে দুইজনকে রক্তাক্ত করেছে। এসময় আসামির কিলঘুসিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় রোববার (২৯ মে) মেহেরপুর ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের ওপর হামলাকারী আসামির নাম আ. মাবুদ (৪০)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কুটি ভাটপাড়ার সানোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় দায়ের করা মামলায় আ. মাবুদ হাজিরা দিতে আসেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
জেলহাজতে প্রেরণের আদেশ শোনার পরপরই আসামি মামলার বাদীপক্ষকে গালাগালি শুরু করে। এসময় দায়িত্বরত পুলিশ সদস্য আজিমুদ্দিন মাবুদকে নিবৃত করতে ও জেলহাজতে নিতে আদালতের বাইরে নিয়ে আসেন। তখন ওই পুলিশ সদস্যের নাকে মুখে কিল-ঘুসি মারতে থাকে। অপর পুলিশ সদস্য রেজাউল হক আদালতের নির্দেশে আসামিকে হাতকড়া পরাতে গেলে তাকেও লাথি ও কিল-ঘুসি মেরে রক্তাক্ত করে।
সংশ্লিষ্ট আদালতের বিচারকের ব্যক্তিগত কর্মকর্তা আল কুতুব উদ্দিন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আদালত চত্বরে থাকা বিভিন্ন মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোর্টের পুলিশ সদস্যরা ছুটে এসে রক্তাক্ত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আ. মাবুদকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ জানান, নারী ও শিশু দমন আইনের মামলায় আসামি আ. মাবুদকে আদালতের নির্দেশ অনুযায়ী জেলাহজতে নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত পুলিশ সদস্য এগিয়ে গেলে সে তাদের ওপর আক্রমণ করে। আসামি আ. মাবুদের বিরুদ্ধে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।