অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে যোগ দিলেন বিচারক এম. এম. মোর্শেদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে (প্রেষণে) নিয়োগ পাওয়া ঝিনাইদহের যুগ্ম জেলা ও দায়রা জজ এম. এম. মোর্শেদ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রসাশন থেকে জারি করা আপিল বিভাগের ডেপুটি মোহাম্মদ মেহেদী হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী এম. এম. মোর্শেদ (যুগ্ম জেলা ও দায়রা জজ) আপিল বিভাগে ডেপুটি রেজিস্ট্রার পদে ২৯ মে পুর্বাহ্নে যোগদান করেছেন। তাঁর যোগদানপত্র প্রধান বিচারপতি কর্তৃক যথারীতি গৃহীত হয়েছে।

এর আগে গত ২৪ মে ঝিনাইদহের যুগ্ম জেলা ও দায়রা জজ এম. এম. মোর্শেদকে আপিল বিভাগের বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলিকৃত পদ ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের জন্য তাঁদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।