ফেনী থেকে অ্যাডভোকেট শ্রীকান্ত দেবনাথ: জুরাইনে পুলিশের উপর হামলার ঘটনায় আইনজীবীর বিরুদ্ধে মামলা ও রিমান্ডের প্রতিবাদে ফেনীতে সমাবেশ করেছে আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার (৯ জুন) ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীর পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ খালেদুজ্জামান পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আনোয়ারুল করিম ফারুক, অ্যাডভোকেট ইউসুফ আলমগীর, অ্যাডভোকেট জুলফিকার বকুল, অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুল্লাহ রাসেলসহ প্রমুখ আইনজীবী।
এছাড়া প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মো কায়কোবাদ, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট শিপন কুমার বিশ্বাস, অ্যাডভোকেট আবদুল মালেক, অ্যাডভোকেট নাছির উদ্দীন মিয়াজী, অ্যাডভোকেট রনজিত সূত্রধর, অ্যাডভোকেট সোমেন মজুমদার, অ্যাডভোকেট আরিফুল ইসলামসহ প্রমুখ আইনজীবী।
সমাবেশে বক্তারা আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগে রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ করেন।