এখন থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের মামলার অনলাইন কার্যতালিকা (কজলিস্ট) নিয়মিতভাবে আপিল বিভাগের কজলিস্টে নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হবে।
আজ রোববার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, চেম্বার জজ আদালতের মামলার কার্যতালিকা নিয়মিতভাবে আপিল বিভাগের কজলিস্টে ‘Chamber Court’ নামে নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, বর্তমানে চেম্বার আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। তিনি সপ্তাহে ৩ দিন (রবি, সোম ও বুধবার) দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করেন।