দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন ১২টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ১৬ জুন থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।
আজ সোমবার (১২ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রধান বিচারপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়েছে।
বেঞ্চের তালিকাসহ বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন
নবগঠিত এসব বেঞ্চ ফৌজদারি কার্যবিধির জামিন সংক্রান্ত ধারা ৪৯৮ অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ শুনানি ও নিষ্পত্তি এবং এ সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন।