কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম) সহায়ক কর্মচারীদের তিন দিন ব্যাপি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিজেএম আদালতের এজলাস কক্ষে “আদালতের সহায়ক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও মানোন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা” গত ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন যথাক্রমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব উদ্দীন খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হামীমুন তানজীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।
প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার (১৪ জুন) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী’র সভাপতিত্বে কক্সবাজার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদেরকে তাদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সাথে বিচার প্রার্থীদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি প্রশিক্ষণার্থীদেরকে বিচার প্রার্থীদের সেবা প্রদানের সময় নিজেদেরকে বিচার প্রার্থীদের স্থলে বিবেচনা করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।