জেল থেকে ছাড়া পেয়ে পরদিনই ফের রেলের টিকেট কালোবাজারি!

জেল থেকে ছাড়া পেয়ে পরদিনই ফের রেলের টিকেট কালোবাজারি!

রেলের টিকেট কালোবাজারি করে জেলহাজতে যেতে হয়েছিল লিটন (৪০) নামে এক যুবককে। জেল থেকে ছাড়া পেয়ে পরদিন আবার টিকিট কালোবাজারিতে লিপ্ত হয়েছেন। তবে সুবিধা করতে পারেননি। ধরা খেয়ে আবার যেতে হল কারাগারে, গুনতে হলো জরিমানাও।

রেলওয়ে নিরপত্তা বাহিনী (আরএনবি) জামালপুর ইউনিটের কাছে মঙ্গলবার (১৪ জুন) ফের ধরা পড়েছেন লিটন। এবার ২১ আসন বিশিষ্ট ১৩টি টিকেটসহ হাতেনাতে আটক করা হয় তাকে।

এসময় তার কাছ থেকে দৈনিক একুশের বানী পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। আইডি কার্ডের তথ্য অনুযায়ী লিটন ওই পত্রিকার সহকারী সম্পাদক। এছাড়াও ‘হিউম্যান রাইটস’ নামে একটি মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে। ওই কার্ডে পদবীর জায়গায় লিখা ‘ডিএম অ্যান্ড ভাইস চেয়ারম্যান’।

এরপর ভ্রাম্যমাণ আদালত আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড শাস্তি দেওয়া হয়েছে তাকে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুরের জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।