আইনজীবীদের কষ্ট লাঘব ও ব্যয় কমানোসহ গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টে অবস্থিত পোস্ট অফিসে সান্ধ্যকালীন সেবা প্রদান করতে চিঠি প্রেরণ করা হয়েছে।
ডাক বিভাগের মহাপরিচালক বরাবর সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে এ চিঠি প্রেরণ করেন সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পোস্ট অফিস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। অব্যদিকে সুপ্রিম কোর্ট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। এই সময় বিভিন্ন অর্ডার বা ডকুমেন্ট পাঠাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং খরচ বেড়ে যায়। আইনজীবীদের জন্য এই ব্যয় বহন করা কষ্টসাধ্য।
এছাড়া আদালতের বিভিন্ন আদেশের গুরুত্বপূর্ণ কপি সুপ্রিম কোর্টের বাহিরের পোস্ট অফিস থেকে পোস্ট করাও নিরাপদ নয়। এজন্য বিষয়টি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টস্থ পোস্ট অফিসের কার্যক্রমের সময় বৃদ্ধি করে সান্ধ্যকালীন সেবা প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয় চিঠিতে।