ফেনীতে জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহযোগী কর্মচারীদের সাথে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক জেলা লিগ্যাল এইড কমিটির সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ. এস. এম. রুহুল ইমরানের সভাপতিত্বে বুধবার (২৯ জুন) জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সাইফুল আলম চৌধুরী।
এতে আদালতের সহযোগী কর্মচারীরা যাতে বিচার প্রার্থী জনগণ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এবং জেলা লিগ্যাল এইড অফিসকে সহযোগিতা করে সে ব্যাপারে নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মোঃ কাইসার মোশাররফ ইউসুফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এবং সিনিয়র সহকারী জজ নিজাম উদ্দিন।