নেত্রকোনার মদন উপজেলায় হাফিজুল হক চৌধুরী উজ্জ্বল (৩৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে তাকে হত্যা করা হয়।
নিহত হাফিজুল নেত্রকোনা মদন উপজেলার ছালাকান্দা গ্রামের ফুল মিয়া চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাশ করে ময়মনসিংহ জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমদাদুল হক চৌধুরীর লোকজনের সঙ্গে প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফারুক মিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের পাঁচটি মামলাও চলছে। বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে এমদাদুল হকের ছেলে হাফিজুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ফারুক মিয়ার লোকজন। এসময় হাফিজুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।