বাড়িতে কুকুর পুষছেন, কিন্তু তাকে ঠিক মতো সময় দিতে পারছেন না? ইটালিতে এই নিয়েও আইন জারি করা হয়েছে।
তুরিন এলাকার বাসিন্দারা সারা দিনে অন্তত তিন বার তাঁদের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে ৬৫০ আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রা অনুযায়ী ৫১,৭১০ টাকা) জরিমানা ধার্য করা হয়।
ইটালিতে প্রতি বছর সাড়ে তিন লক্ষ পোষ্যকে উদ্ধার করা হয়। সে দিকে লক্ষ রেখেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে তুরিনে।
পোষ্যকে নিয়ে রাস্তায় বেরোলেও আইন মেনে চলতে হয়। ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাঁদের বাড়ির পোষা কুকুরকে নিয়ে বেরোনোর পর খেয়াল রাখেন, যেন তাঁদের পোষ্য রাস্তায় মলত্যাগ না করে।
এ রকম ঘটনা ঘটলেও মালিককে তা পরিষ্কার করতে হয়। যদি কেউ এ দায়িত্ব এড়িয়ে যান, তবে সেই মল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দোষী ধরা পড়ে এবং আইন ভাঙার জন্য জরিমানা হিসাবে ২৪০ আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রা অনুযায়ী ১৯ হাজার টাকা) আদায় করা হয়।
সূত্র- ভারতের আনন্দবাজার পত্রিকা।