আপাতত গ্রেপ্তার হওয়ার হাত থেকে রক্ষা পেলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। গ্রেপ্তার এড়ানোর বিষয়ে এক মামলার শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালত থেকে এ সুরক্ষা পেয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে নূপুর শর্মার বিরুদ্ধে যেসব এজাহার দায়ের করা হয়েছে, তার জেরে তাকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। এমনকি ধর্ম অবমাননাকর ওই মন্তব্যের কারণে ভবিষ্যতে একই ধরনের মামলা হলেও তাকে গ্রেপ্তার করা যাবে না।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) ভারতের সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে এমন সুরক্ষা দিয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, এদিন আদালতে হাজির হয়ে নূপুর শর্মা আশঙ্কা প্রকাশ করেন যে তার শিরশ্ছেদ করা হতে পারে। এরপর আদালত তাকে গ্রেপ্তার না করতে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেন।
আরও পড়ুন: নূপুর শর্মাকে নিয়ে যে ৫ মন্তব্য করলেন ভারতের সুপ্রিম কোর্ট
এর আগে গ্রেপ্তার এড়াতে আদালতের কাছে প্রতিকার চান নূপুর শর্মা। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই আদেশ দিলেন।
শুনানি শেষে আদালত জানিয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেপ্তার করা যাবে না। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ওইদিনকেই আদালত পরবর্তী দিন নির্ধারণ করেন।