জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১১ জন বিচারপতি।
আজ শনিবার (৬ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনিযুক্ত বিচারপতিগণ।
এসময় নবনিযুক্ত মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে. এ. এম. ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস. এম. মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ. কে. এম. রবিউল হাসান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের শোক বইতে বিচারপতিবৃন্দ লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সুদীর্ঘ সংগ্রাম, জেল-জুলুম সহ্য করে, আসন্ন মৃত্যুভয়কে উপেক্ষা করে তাঁর প্রতিজ্ঞা মতে বাঙলার মানুষকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের উপহার দিয়ে বিশ্ব দরবারে স্বাধীন বাঙালি জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করেছিলেন।’
‘আমরা এই মহান নেতার কাছে চির ঋণী, এ ঋণ কোনদিন শোধ হবার নয়। তিনি বিশ্ব মানবতার মহান প্রতীক। মুক্তিকামী, নির্যাতিত মানুষে আলোর দিশারী। বাংলাদেশ যতদিন থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু ততদিন আমাদের হৃদয়ে চির উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবেন।’
‘মহান আল্লাহ্ পাকের দরবারে ১৯৭৫ ইং ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ যারা শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করি। আল্লাহ্ পাক তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন।’
এর আগে গতকাল শুক্রবার (৫ আগষ্ট) হাইকোর্ট বিভাগের নব নিযুক্ত ১১ জন বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ৩১ জুলাই হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্ত বিচারকদের মধ্যে পাঁচজন জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন বাকি ৬ জন আইনজীবী।