গুম-খুনের অভিযোগ তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের দাবি

গুম-খুনের অভিযোগ তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের দাবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। এসময় তারা অবিলম্বে গুম-খুন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করার দাবি জানান।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে প্রায় তিন শতাধিক আইনজীবী অংশ নেন।

আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবেদ রাজা, মনির হোসেন, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, আ জ ম মোরশেদ আল মামুন লিটন, মনিরুজ্জামান আসাদ, মাসুদ উল্লাহ, অ্যাডভোকেট সুজা, কেআর খান পাঠান প্রমুখ।