বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
অনুষ্ঠিতব্য পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবেরেটরী স্কুল এন্ড কলেজ, উদয়ন মাধ্যমিক স্কুল, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
রোল নাম্বার অনুযায়ী আসন বিন্যাস জানতে লিংকে ক্লিক করুন।
এদিকে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পরিদর্শক হিসেবে ৩৭ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এসব বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : কেন্দ্রে বিশৃঙ্খলা-ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ৪২ জন লিখিত পরীক্ষায় নিষিদ্ধ
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিয়োজিত থাকবেন। এক্ষেত্রে সংঘটিত অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধির ১৯০(১) ধারার অধীন আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।