আদালত অবমাননা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পিটিআইর নেতা ইমরান খানকে আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
আজ রোববার (২ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার এক ম্যাজিস্ট্রেট সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, তাদের জোট সরকার ইমরান খানকে আটক করবে না।
গতকাল তিনি জিও নিউজকে বলেন, বিচারক ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যদি তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হন।
‘আইনের ধারায় এমনটি বলা আছে,’ উল্লেখ করে তিনি ইমরানকে গ্রেপ্তারের সম্ভাবনাকে নাকচ করেন।
উল্লেখ্য, ইসলামাবাদ পুলিশের অনুরোধে ইমরানের বিশেষ সহকারী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী।
এরপর গত ২০ আগস্ট এক সমাবেশের ভাষণে জেবাকে সতর্ক করে ইমরান বলেছিলেন, ‘তাঁর উচিত পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত রাখা।’
ইমরানের এ বক্তব্যের পর ম্যাজিস্ট্রেট আলি জাবেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশনে এফআইআর দাখিল করা হয়। এফআইআর-এ বলা হয়, শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ও একজন নারী অতিরিক্ত দায়রা জজকে হুমকি–ধমকি দিয়েছেন।