মানবিক ও অরাজনৈতিক আইনজীবী সংগঠন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) -এর ঢাকা বার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।
ঢাকা আইনজীবী সমিতির রাষ্ট্রপতি জিল্লুর রহমান মিলনায়তনে আজ সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের ঢাকা বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নুর দুলাল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হক, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু।
সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল। সম্মেলনের প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম।