অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন নির্ধারিত সময়সূচির বিষয়ে জানান। পাশাপাশি বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে গত ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একইসঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকার কথাও জানানো হয়। গত ২৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
সবশেষ আজ আবার অফিসের নতুন সময়সূচি জানানো হলো।