ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) একটি মানবিক সংগঠন। দেশের অসহায় আইনজীবীদের সহায়তায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। তাই ল্যাব-এর শাখা দেশের প্রতিটি বার-এ থাকলে আইনজীবীরাই উপকৃত হবেন।
ঢাকা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ল্যাব-এর ঢাকা বার শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ হিরু।
এর আগে অ্যাডভোকেট নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ল্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দীন ফয়সল।
অ্যাডভোকেট কামাল হোসেন পাটোয়ারীর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহম্মেদ রাজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নুর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু, ল্যাব-এর আজীবন সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামীম খান।
পরে প্রধান অতিথি ল্যাব ঢাকা বার শাখার নুতন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো:কামাল হোসেন পাটোয়ারীর নাম ঘোষণা করেন।