অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল) কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের নিমিত্তে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে গত ৫ জানুয়ারি হাইকোর্টের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের নিমিত্তে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

চার সদস্যের কমিটিতে রয়েছেন- হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এম. এম. মোর্শেদ এবং হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান।