১৬ বিচারকের পদোন্নতি, ১৭ জনকে বদলি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

অধস্তন আদালতে ৮৮ সহকারী জজ নিয়োগ

দেশের অধস্তন আদালতসমূহে ৮৮ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে সরকার। চতুর্দশ বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ এসব বিচার বিভাগীয় সদস্যকে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২০২২ সালের ১৯ জুন সুপারিশের প্রেক্ষিতে এসব প্রার্থীকে মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ নিয়োগ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী জজগণের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন।

সহকারী জজ পদে নিয়োগপ্রাপ্ত এসব বিচার বিভাগীয় সদস্যকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড অনুসারে বেতনক্রমে শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন : জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১১ বিচারক বদলি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

আরও পড়ুন : আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আমীনুল ইসলাম