ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) -এর প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৬শ বিজেএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাস্থ ৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসন বিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে আগামী ১৬ মার্চ তারিখে প্রদর্শন করা হবে। পরীক্ষার্থীগণ উক্ত সময় নিজেদের আসন বিন্যাস জেনে নিতে পারবেন।
আর ১৬শ বিজেএস লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (বিজেএসসি) সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ষোড়শ (১৬তম) বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন। বিজেএসসি সূত্রে জানা গেছে, পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।