বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে ফলজ গাছ রোপণ করা হয়।

 

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।