বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২১ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।
আজ সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কজেলে অনুষ্ঠিত হবে। আবশ্যিক সাধারণ ও আইন বিষয়সমূহ আগামী ২১ তারিখ থেকে চলবে ৩০ মে পর্যন্ত। আর ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা হবে ৩১ মে।
আরো বিস্তারিত তথ্য জানতে লিংক ক্লিক করুন
পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষা কেন্দ্রে ও কমিশনের ওয়েবসাইটে ১৮ মে প্রকাশ করা হবে।
এর আগে গত ১৮ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাস্থ ৩টি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএস -এর প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৯ মার্চ প্রাথমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী পরীক্ষায় ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হন।