আদালতে জিআর শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়ে দুদক কর্মকর্তা আহত

আদালতে জিআর শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়ে দুদক কর্মকর্তা আহত

ঢাকার চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্কাস আলী বলেন, সকালে অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তাকে তাৎক্ষণিকভাবে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। এরপর তাকে বাসায় পাঠানো হয়েছে।

মহানগর সিনিয়র স্পেশাল জজের অধিক্ষেত্রাধীন দুদকের জিআর শাখাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিন তলায় অবস্থিত। পুরোনো এই ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সরিয়ে নেওয়া হয়েছে।

দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, আমাদের অফিস আগে ছিল জেলা জজ আদালত সংলগ্ন পুরাতন সিজেএম আদালতের পাশে। পরে সিজেএম আদালতের পুরোনো ভবন ভেঙে সিএমএম আদালতের পাশে নতুন ভবন করা হয়।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম সিজেএম এর নতুন ভবনে আমাদের অফিসের জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু নতুন ভবনের পরিবর্তে আমাদের জায়গা হয় পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয় তলায়। ভবনটি অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ।

এই দুদক কর্মকর্তা বলেন, আমিনুল স্যারের ওপর যেভাবে পলেস্তারা ভেঙে পড়ে, তাতে প্রাণহানিসহ আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এখন আমাদের সবাই আতঙ্কের মধ্যে আছে। আমরা দ্রুত এখান থেকে নিরাপদ স্থানে আমাদের অফিসটি স্থানান্তরের দাবি জানাচ্ছি।