শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম. ফারুক) নিয়োগ বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২১৮ (২) অনুযায়ী শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম. ফারুক) নিয়োগ বাতিল করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
বাংলাদেশ শ্রম আইন, ‘২০০৬-এর ২১৮ (২) ধারায় বলা হয়, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যগণ, যদি থাকেন, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকরির শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে।’