ব্যাংকের কোটি টাকা শোধে মোস্তফা গ্রুপের পরিচালকদের জামিন
চট্টগ্রামের অর্থঋণ আদালত (ছবি: সংগৃহীত)

ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যানের কারাদণ্ড

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসমিন আলমকে ঋণখেলাপির দুই মামলায় ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৪ এপ্রিল সোমবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি জানান, গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে নেই। মামলা হওয়ার পাঁচ বছর অতিক্রম করলেও ঋণ পরিশোধ করা হয়নি।

আদালত সূত্র জানায়, রূপালী ব্যাংক লিমিটেডের ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকার ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাসের কারাদণ্ড এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকার ঋণখেলাপির অন্য আরেকটি মামলায় তাদের আরও পাঁচ মাসের কারাদণ্ড  দিয়েছেন আদালত। দুটি মামলায় তারা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই ঋণগুলো ছিল জামানতবিহীন।

গত মার্চ মাসে অগ্রণী ব্যাংকের ১১২ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে করা মামলায় স্ত্রীসহ শাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।