শ্রম আপিল ট্রাইব্যুনাল

শ্রম আপিল ট্রাইব্যুনাল চেয়ারম্যানের নিয়োগ বাতিল

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম. ফারুক) নিয়োগ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২১৮ (২) অনুযায়ী শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুকের (এম. ফারুক) নিয়োগ বাতিল করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ শ্রম আইন, ‘২০০৬-এর ২১৮ (২) ধারায় বলা হয়, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যগণ, যদি থাকেন, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকরির শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে।’