একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে শোকজ

গাজীপুরের একটি মাদক মামলায় বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন স্ট্যান্ডওভার থাকার পর একই আদেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করায় এক আইনজীবী ও তদবিরকারককে শোকজ করেছেন হাইকোর্ট।

আগামী ১৭ মে সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে আইনজীবী মো. এহসান রুশদী ও তদবিরকারক হৃদয় মিয়াকে তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৯ মে) এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলার এক আসামির জামিন নামঞ্জুর করেন।

এ আদেশের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে আদালত মামলাটি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।

আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট চন্দ্রন সরকার ও অ্যাডভোকেট রাশেদুজ্জামান।

আবেদন স্ট্যান্ডওভার থাকা অবস্থায় গত ৮ মে গাজীপুর আদালতের একই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী এহসান রুশদী। এ আবেদনের তদবিরকারক হলেন হৃদয় মিয়া। বিষয়টি হাইকোর্টের নজরে এলে আদালত তাদের তলব করেন।