রেবিনা রিফাই সারা : প্রথমেই বলে রাখি, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আইনজীবীদের ড্রেস কোড শিথিল হোক- এর বিপক্ষে আমি নই৷ তারপরও কিছু কথা না বলে থাকতে পারছিনা।
আমরা কেন শুধু পোশাক পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হচ্ছি, আদালতের পরিবেশ নিয়ে কেন নয়? এই যে আমাদের একজন বিজ্ঞ আইনজীবী মারা গেলেন- এর জন্য কি শুধু পোশাকই দায়ী, নাকি আদালতের পরিবেশও? দেশের সবগুলো আদালত এবং আইনজীবীদের হলরুমগুলো শীতাতপ নিয়ন্ত্রিত করা কি এমন দুঃসাধ্য কাজ? কেন আদালতগুলোতে লিফট এর সংখ্যা বাড়ানো নিয়ে আমাদের কোন কথা নাই?
কাজের জন্য উপযুক্ত পরিবেশ আগে জরুরি নাকি পোশাক? ভাবতে পারেন- কাল যদি বিভিন্ন বাহিনীর লোক পোশাক পরিবর্তন চায়, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?
ব্যক্তিগতভাবে আমার মনে হয়- উইনটার কোট উইনটারে এবং সামার কোট সামারে- শুধুমাত্র এটুকুই ড্রেস কোট পরিবর্তনের জন্য যথেষ্ট; বাকি যা দরকার তা আদালতের সামার ফ্রেন্ডলি পরিবেশ৷ দিনশেষে আমাদের ভুলে গেলে চলবে না- আইন পেশা এবং আইনজীবীর পোশাক দুটোই সম্মানের; দুটো মিলেই একজন বিজ্ঞ।
সবশেষে আবারো একটা প্রশ্ন রেখে শেষ করি- পোশাক পরিবর্তন আগে জরুরি না পরিবেশ?
লেখক : আইনজীবী; ঢাকা জজ কোর্ট ও সদস্য, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন৷