বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার স্থগিতকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এনরোলমেন্ট কমিটির নির্দেশে আজ বৃহস্পতিবার (২৫ মে) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন
গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ২০ জনের ফলাফল স্থগিত রাখা হয়। এর মধ্যে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন : নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
ফলে উত্তীর্ণ এসব প্রার্থীরা দেশের যেকোন (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাঁদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে।