একটি মামলার সাক্ষ্য চলাকালে আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে বিচারকের সামনেই বাদী পক্ষের আইনজীবীকে প্রকাশ্যে মারধরের হুমকি প্রদান এবং শারীরিকভাবে আঘাতের উদ্দেশ্যে বার বার তেড়ে আসার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২৯ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।
এদিন মামলায় রূপা আক্তার নামের একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ চলাকালে বাদীপক্ষে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম মারধরের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী ইশরাত হাসান। তবে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিপক্ষের আইনজীবী মোর্শেদুল ইসলাম।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘মামলাটির সাক্ষ্য চলার সময় কোনো কারণ ছাড়াই উনি (মোরশেদুল ইসলাম) আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধরের হুমকি দেন এবং বারবার শারীরিকভাবে আঘাত করার জন্য তেড়ে আসেন। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে থামানোর চেষ্টা করেন। আমি তার এই আচরণে নিজের ও আমার সহযোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
তিনি বলেন, ‘আদালত কক্ষের ভেতরেই যদি তিনি শারীরিক আঘাত করার জন্য বারবার তেড়ে আসেন তাহলে বাইরে কী করতে পারেন? একজনের মামলা চালাতে এসে আইনজীবী হয়ে মারধর ও হুমকির সম্মুখীন হতে হলে মামলা লড়া খুব কঠিন। আমি এ বিষয়ে আদালতে মৌখিক ও লিখিত অভিযোগ করেছি। একইসঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ জমা দেব।’
তবে ইশরাত হাসানের অভিযোগ মিথ্যা দাবি করে আইনজীবী মোর্শেদুল ইসলাম বলেন, ‘এজলাসের ভেতরে যদি আমি কাউকে হুমকি দিই তাহলে তো বিচারক আমাকে ছেড়ে দেবেন না। তার সঙ্গে আমার মামলার বিষয়ে বিতর্ক হতে পারে। কিন্তু মারধর করার মতো হুমকি এজলাসের ভেতরে দেওয়ার তো কোনও সুযোগ নাই। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।’
আইনজীবী মোর্শেদুল আরো বলেন, ‘তিনি (আইনজীবী ইশরাত হাসান) কোনও লিখিত অভিযোগ দিয়েছেন কিনা জানি না। যদি বার অ্যাসোসিয়েশন আমাকে ডাকে তাহলে আমি আমার জবাব দেবো।’
উল্লেখ্য, ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। গত বছরের ৯ ফেব্রুয়ারি নাসির ও তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত।