মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির অডিটরিয়ামে সোমবার (২৯ মে) আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আবু মোহাম্মদ হাশেম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এ.এইচ.এম. জিয়াউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রেজাউল করিম চৌধুরী, মো. মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নজমুল আহসান খাঁন আলমগীর, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, আবদুর রশীদ, আইয়ুব খান, স্টিয়ারিং কমিটির সদস্য জসিম উদ্দিন আহমেদ খান, এম.এ.নাসের চৌধুরী, কাজী মুহাম্মদ নাজমুল হক, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন মাহমুদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, মির্জা কছির উদ্দিন আহমেদ, সু-স্বপন বিশ্বাস, সমিতির বর্তমান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।
সভায় সমিতির সহসভাপতি আবদুল হক, নোমান চৌধুরী, তসলিম উদ্দিন, তৌহিদুল আলম, রুবেল পাল, আনোয়ার হোসেন আজাদ, আখতারুজামান রুমেল, সাবেক অর্থ সম্পাদক এম.সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী রিমু, বর্তমান অর্থ সম্পাদক মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাবেক পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেজবাহ উদ্দিন দোয়েল, নির্বাহী সদস্য জামশেদ আলম, রানা মিত্র, ফারজানা হাকিমসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ করা হয়। উক্ত ফরম বিতরনের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।