বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ১০৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩০ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা জানানো হয়েছে।
বদলিকৃতদের তালিকা দেখতে লিংক ক্লিক করুন
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হল।
আরও পড়ুন : সহকারী জজ পদে স্থায়ী হলেন ৮৭ বিচার বিভাগীয় কর্মকর্তা
বদলিকৃত বিচারকদেরকে জেলা ও দায়রা জজ/চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৪ জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এছাড়া প্রশিক্ষণ/ নির্বাচনি দায়িত্ব/ ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ নির্বাচনি দায়িত্ব/ ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।