মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে ফাহমিদা সাত্তার যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জুন) কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর কার্যালয়ে যোগদান করতে গেলে বিচারক ফাহমিদা সাত্তারকে তিনি ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকৃত বিচারক ফাহমিদা সাত্তার তাঁর নতুন কর্মস্থলে মেধা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালন করে বিচার বিভাগকে আরো সমৃদ্ধ ও গতিশীল করবেন বলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, কক্সবাজারের কুতুবদিয়ার সহকারী জজ পদে কর্মরত থাকাবস্থায় ফাহমিদা সাত্তার-কে গত ৩০ মে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক ফাহমিদা সাত্তার সহ মোট ১০৯ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয় ও প্রতিষ্ঠানে পদায়ন করা হয়।