তুরস্কের আইনজীবীদের নিয়ে গঠিত টার্কিশ সাইপ্রিয়ট বার ইউনিয়ন দলকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের আইনজীবীদের ফুটবল দল (বিএলএফসি)। এতে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো জয়ের মুখ দেখল বাংলাদেশের আইনজীবীরা।
ফ্রান্সের সেইন্ট ট্রোপেজে শনিবার (১০ জুন) এই খেলা অনুষ্ঠিত হয়। রোববার (১১ জুন) সকালে বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাবের অন্যতম সদস্য অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিএলএফসি। দলের পক্ষে প্রথম গোল করেন অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে আরও দুটি গোল করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ ও অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ।
এর আগে গত ৫ জুন নেশনস কাপ ফুটবলে অংশ নিতে ফ্রান্সে যায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে গঠিত বিএলএফসি। বিশ্বের ৪৩ দেশের আইনজীবীরা আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। ৬ জুন থেকে শুরু হওয়া ১১ জুন (রোববার) পর্যন্ত ফ্রান্সের সেইন্ট ট্রোপেজে এই টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আইনজীবী ফুটবল দলের অধিনায়ক সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। দলে রয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক, সহকারী এটর্নি জেনারেল শফিকুজ্জামান রানা, বিনয় কুমার ঘোষ, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিকেএসপির সাবেক ফুটবলার অ্যাডভোকেট সেলিম, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রানা, চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ড কমিশনার নাজমুল হক ডিউক, কক্সবাজার বারের সাবেক সহ-সম্পাদক শাহাবউদ্দিন, অ্যাডভোকেট রাজু, কুষ্টিয়া কোর্টের এপিপি অ্যাডভোকেট রাজীব, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট সোহাগ ফকির, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সানাউল ইসলাম।
দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন বিকেএসপির সাবেক ফুটবলার অ্যাডভোকেট মাহফুজুর রহমান। ম্যানেজার হিসেবে আছেন অ্যাডভোকেট শাহবাজ হোসেন খান মিল্টন।