চট্টগ্রামে দেবরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারাগারে গেলেন ভাবি। গত রোববার (১১ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭–এর বিচারক ফেরদৌস আরা জামিন আবেদন নাকচ করে ওই নারীকে কারাগারে পাঠিয়ে দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেবরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করায় দেবর ভাবির বিরুদ্ধে মামলা করেন চলতি বছরের শুরুতে। এই মামলায় ভাবি রোববার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে ভাবিকে কারাগারে পাঠিয়ে দেন।
আদালত সূত্র জানায়, জেলার ফটিকছড়ি উপজেলার এক নারী তাঁর দেবরের বিরুদ্ধে ২০১৮ সালে ধর্ষণের অভিযোগে মামলা করেন। কিন্তু তদন্ত এবং ডিএনএ পরীক্ষায়ও কোনো আলামত পাওয়া যায়নি। তাই এই মামলায় দেবরকে খালাস দেন আদালত। খালাস পাওয়ার পর দেবর ভাবির বিরুদ্ধে মামলা করেন।