দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে রাজনীতি মুক্ত রাখতে এবং আইনজীবীদের পেশাগতমান সমুন্নত রেখে একটি স্বাধীন বার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ নিউট্রাল ল’ইয়ার্স ফ্রন্ট (বিএনএলএফ)।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রধান উপদেষ্টা, অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি আজ বুধবার (১৪ জুন) বিএনএলএফের সদস্য সচিব অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।
এছাড়া কমিটিতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, অ্যাডভোকেট শওকতুল হক, ব্যারিস্টার খাজা ইকবাল আহসানুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল মনসুর, অ্যাডভোকেট ড. খালেকুজ্জামান, অ্যাডভোকেট ড. শামসুল আলম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান টুটুল, অ্যাডভোকেট নাহিদ সুলতানা, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন লিপি।
কমিটিতে সংগঠনের প্রচারের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন বাদশাহ এবং দফতরের দায়িত্বে আছেন অ্যাডভোকেট মো. মোস্তাক আহমেদ।
সদস্য হিসেবে কমিটিতে ড. শাফিউর রহমান, অ্যাডভোকেট মো. কামাল হোসেন, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আকবর হোসেন, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট মুহিত জুবায়ের, অ্যাডভোকেট শওকত হক, অ্যাডভোকেট এমাদুল হক, অ্যাডভোকেট মো. ওবায়দুল হাসান, অ্যাডভোকেট দেওয়ান সবুর, অ্যাডভোকেট মহিউদ্দিন পলাশ, মোহাম্মদ নিজামুল হক, অ্যাডভোকেট আসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ, অ্যাডভোকেট সরোয়ার জুবায়ের, অ্যাডভোকেট বাকি বিল্লাহ শামীম, অ্যাডভোকেট মুন্নী আক্তার, অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে রাখা হয়েছে।