যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে ‘লর্ড চিফ জাস্টিজ’ বা প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নাম স্যু কার। ৫৮ বছর বয়সী এই নারীকে গত বৃহস্পতিবার (১৫ জুন) নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ইয়ান বার্নেট। তাঁর স্থলাভিষিক্ত হবেন স্যু কার।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে বিচার বিভাগের তত্ত্বাবধান করেন লর্ড চিফ জাস্টিজ। স্কটল্যান্ডে অবশ্য পৃথক আইনী ব্যবস্থা রয়েছে।
১৯৮৭ সালে ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন স্যু কার। তিনি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতেও কাজ করেছেন। ২০০৯ সালে তিনি ফৌজদারী আদলতের বিচারক হয়েছিলেন। এরপর ২০২০ সাল থেকে তিনি উচ্চ আদালেতর আপিল বিভাগের বিচারক হিসেবে কাজ শুরু করেন।
ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী। প্রখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছিলেন। একজন সঙ্গীতজ্ঞ হিসেবেও তাঁর সুনাম রয়েছে। স্যু কার অত্যন্ত চমৎকার পিয়ানো বাজাতে পারেন।
যুক্তরাজ্য সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করলেও দেশটির আদালতগুলোর দুই তৃতীয়াংশ বিচারকই পুরুষ। আদালতগুলোর বিভিন্ন পদে সংখ্যালঘু ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের সংখ্যাও কম। ইংল্যান্ড এবং ওয়েলসে মোট বিচারকদের এক শতাংশেরও কম কৃষ্ণাঙ্গ।
সূত্র : বার্তা সংস্থা এএফপি।