বিচারপতির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ: হাইকোর্ট
বাংলাদেশের উচ্চ আদালত

৫৮২ কোটি টাকার সার আত্মসাতের সত্যতা পেয়েছে বিসিআইসি

মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ৭২ হাজার মেট্রিক টন সরকারি সার আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি)।

হাইকোর্টে মঙ্গলবার (১১ জুলাই) সংস্থাটির দাখিল করা তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

এ বিষয়ে ২৩ জুলাইয়ের মধ্যে দুদককে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে, একইদিন রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম খান ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটন ২০২১-২২ অর্থবছরে বিসিআইসির আমদানি করা তিন লাখ ৯৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খালাসের পর সরকারি গুদামে পৌঁছানোর জন্য গ্রহণ করেন।

তার বিরুদ্ধে অভিযোগ, এর মধ্যে ৫৮২ কোটি টাকা মূল্যের ৭২ হাজার টন সার তিনি গুদামে না পৌঁছে দিয়ে আত্মসাৎ করেছেন।

এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে এ বিষয়ে স্বপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্ট।