বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের (ষোড়শ বিজেএস) লিখিত পরীক্ষার ফলাফল চলতি আগস্ট মাসের দ্বিতীয় ভাগে প্রকাশ করা হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজেএসসির ওয়েবসাইটে রোববার (৬ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য মতে, ১৬শ বিজেএস লিখিত পরীক্ষার ফলাফল আগস্ট এর দ্বিতীয় ভাগে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর যথাশীঘ্র মৌখিক পরীক্ষা আরম্ভ হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় (বিজেএসসি) সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৮ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাস্থ ৩টি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএস -এর প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরপর ১৯ মার্চ প্রাথমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী পরীক্ষায় ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা মে মাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।