পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ
পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ

পেশাগত অসদাচরণের অভিযোগে নারী আইনজীবীকে শোকজ

পেশাগত অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক নারী অ্যাডভোকেটের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সমিতি থেকে স্থায়ী কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশীদ গত ৬ আগস্ট এই শোকজ করেন। কারণ দর্শানোর নোটিশে এই বিষয়ে ৭ দিনের জবাব দিতে বলা হয়েছে।

ওই আইনজীবীর নাম রিনা আকতার। অ্যাডভোকেট রিনা আকতার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ নগর, পারুয়া গ্রামের জহির আহমদের কন্যা।

শোকজ নোটিশের ভাষ্যমতে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করে আইন পেশায় নিয়োজিত থাকা অবস্থায় অ্যাডভোকেট রিনা আকতার বিভিন্ন নৈতিক স্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকার বিষয়টি প্রতীয়মান হয়। মামলা পরিচালনাকালীন বিভিন্ন মক্কেলের অভিযোগ থেকে পরিলক্ষিত হয় তিনি পেশাগত অসদাচরণ করেছেন। যা সমিতির গঠনতন্ত্র ও বাংলাদেশ বার কাউন্সিলের বিধি-বিধান এর সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুনগত বছর দেশে সহিংসতার শিকার হয়েছেন ৮৮ আইনজীবী

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধি মতে লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী কাজ করে সমিতির গঠনতন্ত্রের লঙ্ঘন করায় গঠনতন্ত্রের ৯(১) ধারার বিধান মতে অ্যাডভোকেট রিনা আকতারের সদস্যপদ থেকে কেন বহিষ্কার করা হবে না, তা নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।