বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, শুধু ছবিতে নয়, শুধু আলোচনায় নয়, আমাদের জীবনের প্রত্যেকটি স্তরের চর্চায় বঙ্গবন্ধুকে রাখতে হবে। বঙ্গবন্ধুর দর্শন এবং আদর্শের জন্য আমাদের চর্চা বাড়াতে হবে।
আরও পড়ুন: শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করেন না : হাইকোর্ট
দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখা আয়োজিত ‘বঙ্গবন্ধু- আলোচনা ও চর্চা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দুই বিচারপতির পদত্যাগ দাবি আইনজীবী ফোরামের
বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, বঙ্গবন্ধু সব সময় বলতেন ‘চাই আত্ম সমালোচনা, চাই আত্ম উপলব্ধি’। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আসুন আমরা আত্ম সমালোচনা, আত্ম উপলব্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করি।