নওগাঁয় শিশু আইন ২০১৩ বাস্তবায়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্ট্রেন্দেনিং ক্যাপাসিটি অব দ্যা জুডিসিয়াল সিস্টেম ইন চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসজেএসসিপিবি) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল।
এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ আধুনিক সদর হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূইঁঞা, বার এ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাদ খাঁন পিটু, বিশেষ পাবলিক প্রসিকিউটর মোঃ মকবুল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, প্রবেশন অফিসার মোঃ সাজেদুর রহমান, জেলার ৫ উপজেলা সমাজসেবা অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের মামলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের অত্যন্ত সংবেদনশীল আচরণ করার পরামর্শ দেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার প্রবেশন কর্মকর্তা ও শিশু বান্ধব পুলিশ কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম শিশুকে আটক ও আদালতে উপস্থাপনের ক্ষেত্রে কোনভাবেই হাতকড়া লাগানো যাবেনা মর্মে মত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্র গড়ার কারিগর। তাদেরকে সুষ্ঠুভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
তাই এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে সজাগ দৃষ্টি দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।
সভাটি সঞ্চালনা করেন ইউনিসেফের বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আবু হেনা মস্তাফা কামাল।