গ্রীষ্মকালে আইনজীবীদের 'ড্রেস কোড' শিথিলে প্রধান বিচারপতির কাছে আবেদন
বিচারক-আইনজীবীর পোষাক (প্রতীকী ছবি)

আদালতে ফিরছে কালো কোট-গাউন

প্রচণ্ড গরমের কারণে মামলার শুনানির সময় অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার–কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই পরিধানের নির্দেশনা জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

তবে আসন্ন শীতকালীন ঋতুতে মামলার শুনানিতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের আবারো কালো কোট ও গাউন পরিধান করতে হবে।

কালো কোট ও গাউন পরিধান না করার বিষয়ে চলতি বছরের মে মাসে জারি করা ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে সুপ্রিম কোর্ট প্রশাসন বুধবার (১৮ অক্টোবর) পোশাক বিধির নতুন এ বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক–সংক্রান্ত অত্র কোর্টের গত ১৩ মে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।

অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনার সময় সিভিল রুলস এন্ড অর্ডার্স এবং ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স এর বিধান অনুসরণপূর্বক পোষাক পরিধান করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট ও গাউন পরিধান করবেন।

এ বিজ্ঞপ্তি ২২ অক্টোবর থেকে কার্যকর হবে।